বসন্ত
- Hiranmoy Pattanayak
- Mar 21, 2021
- 1 min read
এমন করে দেখা হবে ভাবিনি কখনো, অনেক টা পথ পার করে ক্লান্ত হয়েছি সবে। আদিবাসী পল্লীর হাত ধরে সন্ধ্যা নেমে আসে। গোয়াল ঘর থেকে ধোঁয়া কুন্ডলী মিশে যায় অন্ধকার আকাশে।
ফাল্গুনী পূর্ণিমার রক্তিম চাঁদ তখন দিগন্ত রেখার ওপর।
সে রূপ উপেক্ষা করার সাধ্য আমার নেই।
ক্লান্ত পায়ে আমার পথ চলা অরণ্যের পথে।
চারিদিকে একটা নিস্তব্ধতা ঘনিয়ে এসেছে।
ঝরে পড়ার অপেক্ষারত অশ্বত্থের শেষ পাতা গুলি,
দক্ষিণা হাওয়ার সাথে মুক্তির উল্লাসে মেতে উঠেছে।
নীরবতা ভেঙে ফেলে ঝরা পাতার শব্দ।
নীড়ে ফেরা অচেনা পাখিটা ডেকে চলেছে ডুক্ ডুক্ ডুক্। অরণ্য পথে ফুটে থাকা ভাঁট ফুল গুলি অন্ধকারেও জেগে থাকে।
তোমার মুঠো ফোনের দেওয়াল ছবিতে এমন বসন্ত খুঁজতে যেও না,
তার চেয়ে বরং আধুনিক সভ্যতার বন্দর ছেড়ে তোমার জন্ম হোক
বসন্তের ক্ষণে এ অরণ্যের বুকে।
তোমার জন্য রেখে গেলাম মূল্যহীন একগাছা অর্জুনের ফুল।
ঝিলিমিলি 27/02/2021. Hiranmoy ©
বিড়ি ধরিয়ে এত ভাট বকা যায় আগে জানতাম না। তবে সেদিন "চাঁদ উঠে ছিল গগনে",,,, না থাক আগের লাইন টা আর বলে কাজ নেই।










Comments