top of page
Search

উপত্যকা

বর্ষা বিদায়, অবশেষে অপেক্ষার অবসান। শেষ বেলায় লিখেছিলাম ভরা নদীর কথা, এখন শরৎ পেরিয়ে হেমন্তের আগমন। ক্ষীরাই এর বুকে আঁকা বাঁকা জলের ধারা। ভেসে থাকা হিজল গুলি মাটি ছুঁতে পেরে শান্ত। এমন হেমন্তের ভোরে দূর হতে ভেসে আসা বিসর্জন এর গান, শব্দ গুলো বড্ড বেশি চেনা। কথা ছিল আর একটা ছবি শেষ হলে আমি ও বাঁশের সাঁকো টা ধরে পার হবো কংসাবতী, সেই একটা ছবি শেষ করা হলো না আজও। আসলে ছবির নাম নিয়ে তোর কাছে হারিয়ে যাওয়া। আস্তে আস্তে পাল্টে যাবে ছবি টা, ধীরে ধীরে রঙীন ফুলে ভরে উঠবে নদী উপত্যকা। দিনের শেষে সন্ধ্যা নেমে আসবে, আবার অপেক্ষা। প্রিয় নদীর কাছে আর একটাই চাওয়া, তোর বুকে বাঁচিয়ে রাখিস হাত চারেক জমি শুধু আমার জন্য। 




 
 
 

1 Comment


Krishnendu Jana
Krishnendu Jana
Jun 09, 2020

Asadharon

Like

Copyright © 2023 Hiranmoy pattanayak - All Rights Reserved.

bottom of page